NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
আফ্রিকায় জিম্মি করে মুক্তিপণ, মানবপাচার চক্রের মূল হোতা আটক পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ড. ইউনূসসহ ভ্যাটিকানে বিশ্বনেতারা কিয়েভে হামলা, পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প কাশ্মীরে হামলা ভারতের ‘সাজানো নাটক’, দাবি পাকিস্তানের কাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
Logo
logo

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ চালু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ চালু

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয় ২১ নভেম্বর মঙ্গলবার। আমেরিকা থেকে বৈধ পন্থায় দেশে রেমিটেন্স প্রেরণ সহজতর করতে সোনালী এক্সচেঞ্জ মোবাইল ফোন অ্যাপের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আফজাল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোঃ সলিম উল্যাহ। বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
একই সময়ে ২১ নভেম্বর মঙ্গলবার সকালে নিউইয়র্কে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান যুক্ত করা হয়। নিউইয়র্ক সিটির জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউজের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, গ্রাহক, সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে উদ্বোধনী পর্বে গ্রাহকদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে অ্যাপের মাধ্যমে রেমিটেন্স প্রেরণের আহবান জানিয়ে সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী দেবশ্রী মিত্র বলেন- বিনা খরছে, দ্রুততম সময়ে এবং নিরাপদে এই অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠানো যাবে। রেজিষ্ট্রেশনের সময় প্রদানকৃত ব্যক্তিগত তথ্য ঝুঁকিমুক্ত থাকবে। এজন্য নিরাপত্তা সিস্টেমস্ সুদৃঢ় করা হয়েছে।
দেবশ্রী মিত্র বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, মেরিল্যান্ড, জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ২৪ ঘন্টা এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো যাবে। ব্যাংক একাউন্ট এবং ক্যাশ পিকআপ ছাড়াও বিকাশ, নগদেও তাৎক্ষণিক টাকা পাঠানো যাবে। এক্ষেত্রে সরকার ঘোষিত ২.৫% প্রণোদনার সাথে সোনালী ব্যাংক অতিরিক্ত ২.৫% প্রণোদনা প্রদান করবে। সবমিলিয়ে ৫% বোনাস পাবে গ্রাহক।
উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার বলেন, দায়িত্ব নেয়ার পর সকল ব্যাংককে অনুরোধ করেছিলাম অ্যাপ চালু করতে। সোনালী ব্যাংক সবার আগে কাজটি করেছে। এখন প্রবাসীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে সহজে প্রবাসীরা টাকা পাঠাতে পারবেন যেকোন সময়।
তিনি অ্যাপের সুফল বর্ণনা করতে গিয়ে বলেন, পার্শ্ববর্তী দেশেও হুন্ডি চক্র চালু ছিলো। কিন্তু তাঁরা যখন অ্যাপ চালু করলো তখন তাঁদের রেমিটেন্স বেড়ে যায়। আজকে আমরা শুরু করেছি আমাদেরকে যেতে হবে বহুদূর। পূর্বে আমরা অফিস স্থাপন করে রেমিটেন্স সংগ্রহ করতাম। অ্যাপ চালু হওয়ায় এখন ব্যায় হ্রাস পাবে। এছাড়া এজেন্টদের মাধ্যমেও টাকা পাঠানো যাবে।
প্রবাসীদের সহায়তা কামনা করে গভর্ণর বলেন আপনি কষ্ট করে টাকা উপার্জন করেন। সেই টাকা যদি বৈধ পথে না পাঠান, তাহলে আপনার টাকাতো দেশে আসলো না। যারা অবৈধ উপার্জন করে তারা হয়তো দেশে দিয়ে দিবে, কিন্তু আপনার টাকা তো বিদেশে থেকে গেলো। পাশাপাশি আপনিও একটি অবৈধ কাজকে সহায়তা করলেন। এক্ষেত্রে হয়তো রেটের হেরফের হতে পারে, কিন্তু বৈধ পথে টাকা পাঠানো হলো না। বৈধ পথে টাকা পাঠিয়ে প্রণোদনার সুযোগ গ্রহণের আহবান জানান তিনি।
নিউয়র্কের উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত গ্রাহক খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার খলিলুর রহমান বলেন, টাকা পাঠানোর সব অফিস যখন বন্ধ থাকবে তখনও কিন্তু এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো যাবে, সময় সাশ্রয় হবে। এ ধরণের উদ্যোগে আমরা খুশি।
২১ নভেম্বর মঙ্গলবার সকালে নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর এই অ্যাপের মাধ্যমে প্রথম দেশে টাকা পাঠান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত রেজওয়ানা এলভিস। মাত্র ১ মিনিটেই তিনি তাঁর মামার কাছে টাকা পাঠাতে পেরে নিজের অভিব্যাক্তি তুলে ধরে বলেন, সোনালী এক্সচেঞ্জের মোবাইল অ্যাপের মাধ্যমে ২৪ ঘন্টায়ই কোন ফি ছাড়াই নিজেই দেশে টাকা পাঠাতে পারবো। জরুরী প্রয়োজনে সাশ্রয়ী সময়ে দ্রুত দেশে টাকা পাঠানো যাবে। এটি অনেক বড় পাওয়া। তাছাড়া সরকার এবং সোনালী ব্যাংক মিলিয়ে ৫ শতাংশ বোনাস পাওয়া যাবে।