NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বিমানে নারীর চিৎকার, এ কি কান্ড ঘটল তার সাথে !


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৩ এএম

বিমানে নারীর চিৎকার, এ কি কান্ড ঘটল তার সাথে !

যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে ডেনভারগামী ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানে এক নারীর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে উড়ন্ত বিমানে এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমাকে কিডন্যাপ করা হয়েছে’। বুধবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর।

 

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের পোস্ট করা ৪ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত বিমানে একজন নারী চিৎকার করছেন। ওই নারী বিমানের সারি সারি সিটের ওপর দিয়ে উদ্ভটভাবে লাফালাফি করছেন।

ভিডিওতে দেখা যায়, সহযাত্রী ও এয়ারলাইন্সের কর্মীরা তাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এ সময় যাত্রী ও ক্রুদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

 

ভিডিওতে নারীকে বলতে শোনা যায়, আমাকে বাধা দেবেন না। আমাকে কিডন্যাপ করা হয়েছে। চিৎকার করতে করতে একজন এয়ারলাইন্স কর্মীকে আঘাতও করতে দেখা যায়।

 

পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর একজন যাত্রী ক্রু সদস্যের সঙ্গে কথা বলতে যান। কিন্তু ওই নারী চিৎকার করতেই থাকেন।

এ সময় বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এয়ারলাইন্সের কর্মীরা নারীকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অন্যান্য যাত্রীদের তাদের আসনে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, পরে বিমানটি জরুরিভাবে ডালাসে অবতরণ করে। সেখান থেকে পুলিশ ওই নারীকে আটক করে নিয়ে যায়।

ওই নারী কেন এমন কাণ্ড ঘটালেন এ বিষয়ে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এখনও কোনো বক্তব্য দেয়নি।