নাটকটির শুটিং হয়েছে করোনার আগে। অনএয়ার শুরু হচ্ছে আসছে ডিসেম্বর থেকে। নাটকটির নাম ‘সেলুলয়েড’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক তানিম রহমান অংশু।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম
নাটকটির শুটিং হয়েছে করোনার আগে। অনএয়ার শুরু হচ্ছে আসছে ডিসেম্বর থেকে। নাটকটির নাম ‘সেলুলয়েড’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক তানিম রহমান অংশু।
নাটকটির গল্প প্রসঙ্গে এই নির্মাতা জানান, পারিবারিক গল্পের পাশাপাশি একজোড়া মানুষের বৈবাহিক জীবন যাপনের গল্প দেখবেন দর্শক।
নাটকটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’র পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে শ্যামল মাওলা বলেন, ‘নাটকটিও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক।কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না।
মম বলেন, ‘শ্যামলের সাথে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিক ভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।’
জানা যায়, ‘সেলুলয়েড’ নাটকটি আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে।