আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা। ২০২৪ সালের জানুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ আজ তাদের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। তারা জানিয়েছে, আজ ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড সভা বসেছিল, সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী যুব বিশ্বকাপ আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা।