কাতার বিশ্বকাপে পরেছেন, লিওনেল মেসির এমন ছয়টি জার্সি নিলামে তোলা হচ্ছে। নিলামকারীদের আশা, নিলামে নতুন রেকর্ড গড়বে এই জার্সিগুলো।
সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে, মেক্সিকোর বিপক্ষে, নক আউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পরা মোট ছয়টি জার্সি এ নিলামে তোলা হবে আগামী মাসে। নিলামকারীদের শীর্ষ প্রতিষ্ঠান সোদবেইয়ের মতে, এই জার্সিগুলোর মূল্য ১০ মিলিয়ন ডলারের বেশি।