বলিউডের অন্যতম জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। সাতটি সফল সিজনের পরেও চলতি বছর শুরু হয়েছে এর নতুন সিজন। সম্প্রতি এই শোতে হাজির হয়েছেন ননদ-বৌদি জুটি কারিনা কাপুর-আলিয়া ভাট। দুজনের হাসি আড্ডায় জমে উঠেছে পুরো অনুষ্ঠান।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ এএম
বলিউডের অন্যতম জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। সাতটি সফল সিজনের পরেও চলতি বছর শুরু হয়েছে এর নতুন সিজন। সম্প্রতি এই শোতে হাজির হয়েছেন ননদ-বৌদি জুটি কারিনা কাপুর-আলিয়া ভাট। দুজনের হাসি আড্ডায় জমে উঠেছে পুরো অনুষ্ঠান।
প্রোমো তে দেখা যায়, করণের সঙ্গে খোলামেলা আলোচনায় আলিয়া জানান, রণবীরের সঙ্গে আজকাল প্রায়শই তার ঝামেলা বেঁধে যাচ্ছে কন্যা রাহাকে নিয়ে। কে রাহার সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, সেই নিয়ে মান-অভিমান হয় দুজনের! আলিয়া প্রায়ই নাকি অভিযোগ করেন, ‘তুমি রাহার সঙ্গে অনেক সময় কাটিয়েছো, এবার একটু আমাকে দাও’। এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন অভিজ্ঞ কারিনা।
কারিনার মতো মাত্র ২৯ বছর বয়সেই বিয়ে করে মা হওয়ার সিদ্ধান্ত নেন আলিয়া। ২০২২ সালে চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের।