NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

বড় ম্যাচের চাপ টের পাচ্ছেন রোহিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৫ পিএম

বড় ম্যাচের চাপ টের পাচ্ছেন রোহিত

প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি? ২০১৯ সেমিফাইনালে ম্যানচেষ্টারে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার ঘরের মাঠে সেই ক্ষততে প্রলেপ দেয়ার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মারা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

 
 

 

ঘরের মাঠ, গ্যালারি ভর্তি দর্শক সমর্থন- সবই থাকবে রোহিতদের পক্ষে। তবুও ম্যাচটা যে সেমিফাইনাল। টানা ৯ ম্যাচ জিতে অপরাজিত থেকে শেষ চারের টিকিট পেলেও কিউইদের বিপক্ষে এই ম্যাচ হারলে এবারো নক-আউট থেকে বিদায় নিতে হবে ভারতকে। এজন্য বড় ম্যাচের চাপ বেশ টের পাচ্ছেন ভারতীয় অধিনায়ক।

 

 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘সব জায়গা থেকেই শুনতে পাবেন, আগামীকাল আমাদের জিততে হবে। শতক পেতে হবে, ৫ উইকেট নিতে হবে। দুই শ থেকে আড়াই শ ম্যাচ খেলা কেউ কিংবা ৫ থেকে ১০ ম্যাচ খেলা কেউ—সবাইকে একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তাই চাপের প্রশ্নে এটা ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক।

 

 

তবে শুধুমাত্র সেমিফাইনাল নয়, বরং বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই চাপ থাকে বলে জানিয়েছেন রোহিত, 'লিগ ম্যাচ, সেমিফাইনাল কিংবা ফাইনাল-যেটাই হোক না কেন, বিশ্বকাপের ম্যাচে চাপ থাকবেই। এটাই হবে, কারণ টুর্নামেন্টটা বিশ্বকাপ, তাই চাপ থাকাই স্বাভাবিক।'