বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষে অজেয় আছে ভারত। একমাত্র দল হিসেবে কোনো ম্যাচ না হেরে সেমিফাইনালে এসেছে স্বাগতিকরা। রোহিত শর্মার হাতেই শিরোপা দেখছেন অনেকে। তবে আশার সঙ্গে আছে আশঙ্কার চোরাবালিও।
খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ১১:১৯ পিএম
বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষে অজেয় আছে ভারত। একমাত্র দল হিসেবে কোনো ম্যাচ না হেরে সেমিফাইনালে এসেছে স্বাগতিকরা। রোহিত শর্মার হাতেই শিরোপা দেখছেন অনেকে। তবে আশার সঙ্গে আছে আশঙ্কার চোরাবালিও।
চার বছর আগে ম্যানচেস্টারে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল ভারত।
১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে দুই দল। মুম্বাইয়ে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলছেন টেইলর। আর নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে তাহলে ভারতের মিডল অর্ডারকে কঠিন চাপে পড়তে হতে পারে বলছেন টেইলর, ‘টস গুরুত্বপূর্ণ। যদি নিউজিল্যান্ড ব্যাট ও বলে ভালো শুরু করে, তবে এটা তাদের লড়াইয়ে থাকতে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। মুম্বাই সাধারণত এমন মাঠ, সেখানে আপনি বড় রান আশা করবেন।