বাংলাদেশের স্কোরবোর্ডের দিকে তাকালে আপনার একটা মিশ্র অনুভূতি কাজ করবে। হতাশ হতেও দুইবার ভাববেন। আবার খুশি হতে গিয়েও একই অবস্থা হবে।
হতাশ হতে দুইবার ভাববেন কারণ, ওপর থেকে নিচ পর্যন্ত সব ব্যাটারই তো রান পেয়েছেন।
খবর প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৪, ১২:২৮ পিএম
বাংলাদেশের স্কোরবোর্ডের দিকে তাকালে আপনার একটা মিশ্র অনুভূতি কাজ করবে। হতাশ হতেও দুইবার ভাববেন। আবার খুশি হতে গিয়েও একই অবস্থা হবে।
হতাশ হতে দুইবার ভাববেন কারণ, ওপর থেকে নিচ পর্যন্ত সব ব্যাটারই তো রান পেয়েছেন।
হৃদয়ের ইনিংসে যাওয়ার আগে শুরু থেকে একটু দেখা যাক।
লিটন-তানজিদ মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। তিনি রানআউট হয়ে ফিরেছেন ৪৫ রান করে। এরপর উইকেটে আসা মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ৩২ রানে। রানআউট হওয়ার আগে তাঁর ২৮ বলের ইনিংসে ৩ ছক্কা ও এক চার।
একই পথে হেঁটেছেন মুশফিকুর রহিম। তাওহিদের সঙ্গে তাঁর ইনিংসটি যখন বড় হবে ভাবা হচ্ছিল, সেই মুহূর্তে মুশফিক আউট হয়েছেন ২১ রানে। ব্যাটারদের ইনিংসের পূর্ণতা দিতে না পারার মাঝে তাওহিদ খেলেছেন ৭৪ রানের ইনিংস। পাঁচ আর দুই ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৯ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছে ৩০৬ রানের সংগ্রহ। এখন কাজটা বোলারদের।