NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
Logo
logo

উত্তর চীনে প্রবল তুষারপাত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪৬ এএম

উত্তর চীনে প্রবল তুষারপাত

প্রবল তুষারপাতে বিপর্যস্ত চীনের হেলিয়ংজিয়াং প্রদেশ। মঙ্গোলিয়ায় তুষারপাতের ফলে মৃত্যু হয়েছে আট পশুপালকের। হেলিয়ংজিয়াংয়ের রাজধানী শহর হারবিনে প্রাথমিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বহু ট্রেন ও প্লেন বাতিল করা হয়েছে।

 
প্রায় সব প্রধান সড়ক বন্ধ। এই প্রদেশের বিশাল এলাকা বরফের তলায় ডুবে গেছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জরুরি কারণ ছাড়া বাইরে বের হতে মানা করা হয়েছে। 

 

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলেছে, তুষারপাতে এই বছর আগের একই সময়ের তুলনায় সব রেকর্ড ভেঙে দিতে পারে।

 
অভ্যন্তরীণ মঙ্গোলিয়া, হেইলংজিয়াং, জিলিন এবং লিয়াওনিং প্রদেশের কিছু অংশে ভারী তুষারঝড় অব্যাহত রয়েছে। কিছু জায়গায় তুষারপাতের গভীরতা ২০ সেন্টিমিটারে (৮ ইঞ্চি) পৌঁছেছে। চীনের হারবিনে ৫০ লাখের মতো মানুষ বসবাস করেন। টিভি ফুটেজে দেখা গেছে, রাস্তায় বরফ জমে যাওয়ায় শহরে ট্রাক ও গাড়ির বিশাল লাইন।
 
রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে। বহু ফ্লাইট ও কয়েকশ ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। সংবাদপত্র চায়না ডেইলি এক প্রতিবেদনে বলছে, ২৪ হাজার মানুষ রাস্তা থেকে বরফ পরিষ্কার করার কাজ করছেন। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ মঙ্গলবার পর্যন্ত একটি কমলা সতর্কতা জারি করেছে, যা চার স্কেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। 

 

এদিকে জিয়ামুসি শহরে একটি জিমের অংশ ভেঙে পড়ে তিনজন আটকা পড়েছেন।

 
তবে অতিরিক্ত বরফ পড়ার জন্য নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। মঙ্গোলিয়াতেও প্রবল বরফ পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে,  দুর্ঘটনায় ছয়জন নারী, একজন পুরুষ ও একটি ১২ বছর বয়সী শিশু নিহত হয়েছে।