NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৫, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

শিগগিরই লেবানিজ সেনাবাহিনীকে সাঁজোয়া যান দেবে ফ্রান্স


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ পিএম

শিগগিরই লেবানিজ সেনাবাহিনীকে সাঁজোয়া যান দেবে ফ্রান্স

ফ্রান্স লেবাননের সেনাবাহিনীতে কয়েক ডজন সাঁজোয়া যান পাঠাবে, যাতে তারা দেশে সঠিকভাবে টহল মিশন পরিচালনা করতে পারে। সোমবার প্রকাশিত ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর এক মন্তব্য থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননে ভ্রমণের পর দেশটির ল’ওরিয়েন্ট লা জর সংবাদপত্রের সঙ্গে কথা বলার সময় সেবাস্তিয়ান লেকর্নু বলেছেন, লেবাননের জাতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করা অত্যাবশ্যক, যাতে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় তারা জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর সঙ্গে ভালোভাবে সমন্বয় করতে পারে।

লেকর্নু বলেছেন, ‘আমরা সামরিক সরঞ্জাম দিয়ে আমাদের অংশীদারত্ব অনুসরণ করব, বিশেষ করে সেনাদের পরিবহনের জন্য সাঁজোয়া যান দিয়ে, যা টহল বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

 
’ লেবাননের সেনাবাহিনীকে শিগগিরই কয়েক ডজন সাঁজোয়া যান দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

 

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘বর্তমান সমস্যা যা-ই হোক না কেন, লেবাননের সেনাবাহিনীর প্রতি আমাদের সমর্থন দীর্ঘমেয়াদি।’

এ ছাড়া প্যারিস ওষুধ সরবরাহ করবে এবং ভবিষ্যতে লেবানিজ সেনাবাহিনীর জন্য যুক্তিসংগত মূল্যে চিকিৎসাসামগ্রী কেনার জন্য একটি যৌথ কর্মসূচি হাতে নিচ্ছে বলেও জানিয়েছেন সেবাস্তিয়ান লেকর্নু।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা দমনে লেবাননের সঙ্গে ফ্রান্স তার ঐতিহাসিক সম্পর্ক ব্যবহারের চেষ্টা করা সত্ত্বেও সহিংসতা বেড়েছে।

 
ইসরায়েল-লেবানন সীমান্তে সহিংসতার পর লেবাননে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে (ইউনিফিল) প্রায় ৭০০ ফরাসি সেনা রয়েছে।

 

হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী, যা যুক্তরাষ্ট্র ও অন্যদের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। গোষ্ঠীটির লেবাননে বিশাল শক্তি রয়েছে, যেখানে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং খুব কঠিন সময় পার করছে। লেবাননের নেতারা আশঙ্কা করছেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।

 

 

সূত্র : রয়টার্স