এরপরেই সিনে এন্ট্রি নেন শাহরুখ খান। মাস্তি করতে থাকা বন্ধুরাই যার পরিবার। শাহরুখের নাম হার্ডি। আর তার চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। আর হার্ডির এই চার বন্ধুই যেতে চায় লন্ডন। আর এই সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবন।
টিজারটি শাহরুখ টুইটারে শেয়ার করে লিখেছেন, এই গল্পটা একজন সাধারণ ও বাস্তব মানুষের। যারা তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের চেষ্টায় আছে। বন্ধুত্ব, ভালোবাসা, এবং একসাথে থাকার যে সম্পর্ক সেটা বাড়ি নামক সম্পর্কের মধ্যেই থাকে। এটি একজন হৃদয়গ্রাহী গল্পকারের হৃদয়গ্রাহী গল্প। এই গল্পের একটি অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। সঙ্গে জুড়ে দেন হ্যাশট্যাগ ডাঙ্কি ড্রপ ১, এই ক্রিসমাসে বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’ সিনেমা।
ডাঙ্কি-সিনেমা দিয়েই প্রথম কাজ শাহরুখ খান আর রাজকুমার হিরানির। মুন্না ভাই এমবিবিএস-এর অফার ফিরিয়েছিলেন কিং খান। পরে যা চলে যায় সঞ্জয় দত্তের কাছে। ডেট সমস্যার কারণে থ্রি ইডিয়টসও করতে পারেননি। তবে ডাঙ্কি দিয়ে হল শেষমেশ মেলবন্ধন। কিং খানের জন্মদিনেই এল টিজার। এবার ট্রেলার আসার অপেক্ষায় ভক্তরা।