NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৪ এএম

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সালাউদ্দিন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খেওলাকান্দী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

সোমবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ৮টায় কুয়েতের ওয়াফরা এলাকায় ৫০০ নম্বর রোডে সাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সালাউদ্দিনের মামা কুয়েতপ্রবাসী নূরুল আমিন বলেন, সালাউদ্দিন দেওয়ানি মজলিসে কাজ করতেন। ঘটনার দিন সাইকেল চালানো অবস্থায় পেছন থেকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ৯ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। দেশে তার দুই কন্যা সন্তান রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।