ভারতে ওড়িশার বালেশ্বরের পর এবার অন্ধ্র প্রদেশ। রাজ্যের বিজয়নগরম জেলায় রবিবার যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এক্সপ্রেস ট্রেনের। এতে নিহতের সংখ্যা প্রথমে একজন বলা হয়েছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
খবর প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৪, ০৯:০৭ পিএম
ভারতে ওড়িশার বালেশ্বরের পর এবার অন্ধ্র প্রদেশ। রাজ্যের বিজয়নগরম জেলায় রবিবার যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এক্সপ্রেস ট্রেনের। এতে নিহতের সংখ্যা প্রথমে একজন বলা হয়েছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
জানা যায়, যাত্রীবাহী ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল।
অন্য একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, চালক সিগন্যাল বুঝতে না পারায় অন্ধ্র প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলওয়ের একজন কর্মকর্তা বিশ্বজিৎ সাহু বলেছেন, ‘ট্রেনের চালক লাল সংকেত বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।’ তিনি আরো বলেন, ‘বিশাখাপত্তনম-রায়গড়া যাত্রীবাহী ট্রেনের চালক দুর্ঘটনার জন্য দায়ী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, রেললাইনের পাশে লাইনচ্যুত বগি পড়ে আছে এবং সেখানে মানুষ জড়ো হচ্ছেন। ট্রেন দুর্ঘটনা পরিস্থিতি পর্যালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মোদি নিহত প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।