“আহা কী সুন্দর! কী মার্জিত! দারুণ দেখাচ্ছে”, ওয়ামিকা গাব্বির এই সংলাপই বলেছিলেন বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন। আর সেই সংলাপ দিয়েই টলিউডের নুসরাত তৈরি করলেন ভিডিও। তা আপলোড করতেই শুরু হয়ে যায় কটাক্ষ।
ওয়ামিকা গাব্বির এই সংলাপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
নেটিজেনরা মনে করছেন, এই সমালোচনার জবাব দিয়েই ওয়ামিকার সংলাপে রিল ভিডিওটি তৈরি করেন দীপিকা। তার পরই নুসরাত শেয়ার করেন তাঁর ভিডিও। ক্যাপশনে লেখেন, “এটা তো করে দেখতেই হতো…বেশ মজার ব্যাপার।”
নুসরাতের এই ভিডিওতেও ব্যঙ্গ, বিদ্রুপ শুরু হয়ে যায়। কটাক্ষ করে একজন লেখেন, “দীপিকাকে নকল করবে এবার সবাই।