জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শনিবার সতর্ক করে বলেছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের দিকে অগ্রসর হওয়ায় আরো হাজার হাজার বেসামরিক লোক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।
তুর্ক বলেন, ‘এখন পর্যন্ত যে পদ্ধতিতে সামরিক অভিযান পরিচালিত হয়েছে, ৫৬ বছরের পুরনো দখলদারির প্রেক্ষাপটে, আমি গাজায় বড় আকারের স্থল অভিযানের সম্ভাব্য বিপর্যয়কর পরিণতি এবং আরো হাজার হাজার বেসামরিক লোকের সম্ভাব্য মৃত্যু সম্পর্কে শঙ্কা প্রকাশ করছি।’
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় শনিবার রাতভর ভয়াবহ বোমাবর্ষণ করেছে। উদ্ধারকারীরা বলেছে, দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার ফলে তিন সপ্তাহের যুদ্ধে শত শত ভবন ধ্বংস হয়েছে।