NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

গাজায় ‘আরো হাজার হাজার মৃত্যুর শঙ্কা’ জাতিসংঘের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২০ এএম

গাজায় ‘আরো হাজার হাজার মৃত্যুর শঙ্কা’ জাতিসংঘের

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শনিবার সতর্ক করে বলেছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের দিকে অগ্রসর হওয়ায় আরো হাজার হাজার বেসামরিক লোক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

তুর্ক বলেন, ‘এখন পর্যন্ত যে পদ্ধতিতে সামরিক অভিযান পরিচালিত হয়েছে, ৫৬ বছরের পুরনো দখলদারির প্রেক্ষাপটে, আমি গাজায় বড় আকারের স্থল অভিযানের সম্ভাব্য বিপর্যয়কর পরিণতি এবং আরো হাজার হাজার বেসামরিক লোকের সম্ভাব্য মৃত্যু সম্পর্কে শঙ্কা প্রকাশ করছি।’

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় শনিবার রাতভর ভয়াবহ বোমাবর্ষণ করেছে। উদ্ধারকারীরা বলেছে, দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার ফলে তিন সপ্তাহের যুদ্ধে শত শত ভবন ধ্বংস হয়েছে।

 

 

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা থেকে ইসরায়েলে হামলা চালালে এক হাজার ৪০০ জন নিহত হয় এবং ২২০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায়। সেদিন থেকেই ইসরায়েল নিরলসভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সাত হাজার ৭০৩ জন নিহত হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজারেরও বেশি শিশু রয়েছে।

২০০৫ সালে ইসরায়েল একতরফাভাবে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহারের পর থেকে গাজায় এটি পঞ্চম সংঘাত এবং সবচেয়ে মারাত্মক।

 
২০০৭ সাল থেকে গাজা শাসনকারী ইসলামপন্থী দল হামাসের বিরুদ্ধে সর্বশেষ এ ইসরায়েলি হামলা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে তীব্র।