NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

ইসরায়েল-গাজা যুদ্ধ : সর্বশেষ যা জানা যাচ্ছে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২০ এএম

ইসরায়েল-গাজা যুদ্ধ : সর্বশেষ যা জানা যাচ্ছে

ইসরায়েল-গাজা যুদ্ধ ২০তম দিন পার করছে। সংঘর্ষে দুই পক্ষের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় কমপক্ষে এক হাজার ৪০০ জন নিহত হয়। সেই সঙ্গে ২২৯ জন এখনো জিম্মি বলে মনে করা হচ্ছে।

 
হামাসের হামলার পরই গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাল্টাহামলা শুরু করে ইসরায়েল।

 

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে :

  • ইসরায়েলের তেল আবিব শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রকেট হামলায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা।
     
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় সাত হাজার ২৮ জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় তিন হাজার শিশু।
     
  • পানি, খাদ্য ও চিকিৎসাসামগ্রী বহনকারী আরো ১০টি লরিকে একটি মেডিক্যাল টিমের সঙ্গে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
 
তবে মানবিক ও দাতব্য সংস্থাগুলো বলে চলেছে, অঞ্চলটিতে আরো অনেক কিছু প্রয়োজন।
 
  • যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনো জ্বালানি সীমান্ত অতিক্রম করার অনুমতি দেওয়া হয়নি। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, অ্যাম্বুল্যান্সের জ্বালানি শেষ হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র জীবন রক্ষাকারী যন্ত্রগুলো এখনো কাজ করছে।
     
  • ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ একটি মানবিক যুদ্ধবিরতির জন্য বারবার আহ্বান জানিয়ে বলেছে, সংঘাত অব্যাহত থাকলে জাতিসংঘের সংস্থার কাজ ‘কয়েক দিনের বেশি’ স্থায়ী হবে না।
 
কারণ গাজায় সংস্থাটির কমপক্ষে ৫৭ জন কর্মী নিহত হয়েছেন।
 
  • যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, ইরাক ও সিরিয়ায় তাদের নিজস্ব বাহিনীর ওপর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে তারা পূর্ব সিরিয়ায় হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, হামলাগুলো ‘ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ থেকে আলাদা ও স্বতন্ত্র’।
     
  • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

সূত্র : বিবিসি