করোনা পরবর্তী সময়ে তেমনভাবে সফলতার দেখা পায়নি টলিউডের বক্স অফিস। হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছিল গোটা ইন্ডাস্ট্রি। তবে এবারের দুর্গাপূজায় সেই দৃশ্য বদলে গেল। এবার পূজায় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি।
খবর প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৪, ০১:৪২ পিএম
করোনা পরবর্তী সময়ে তেমনভাবে সফলতার দেখা পায়নি টলিউডের বক্স অফিস। হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছিল গোটা ইন্ডাস্ট্রি। তবে এবারের দুর্গাপূজায় সেই দৃশ্য বদলে গেল। এবার পূজায় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি।
পূজার বক্স অফিস লড়াইয়ে সবচেয়ে সফল সৃজিত মুখার্জির ‘দশম অবতার’। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সিনেমাটির বক্স অফিসের আয়।
বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী, মাত্র ৭ দিনের মধ্যেই সৃজিতের ছবি ব্যবসা করেছে ৪.৫ কোটিরও বেশি।
আশা করা হচ্ছে, ‘টাইগার’ রিলিজের আগে এই ৩টি বাংলা সিনেমাই চুটিয়ে ব্যবসা করবে। অতঃপর বাংলা ছবির সুদিন যে ফিরছে, তা এই পূজায় চাঙ্গা বক্স অফিসেই বোঝা গেল।