১৯ অক্টোবর মুক্তি পেয়েছে ভারতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লিও’। লোকেশ কানাগারাজ পরিচালিত ও থালাপতি বিজয় অভিনীত সিনেমাটি মুক্তির পর প্রথম দিনে সিনেমা হলে দুর্দান্ত দাপট দেখিয়েছে। প্রথম দিন ভারতে ৬৪ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি আয় করে দুর্দান্ত সূচনা করে বিজয়ের ‘লিও’। সপ্তাহ পেরিয়ে আয়ের নতুন মাইলফলকের দিকে সিনেমাটি।