NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

নির্মাতা অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমাটাও অসম্ভব সুন্দর


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ১১:৪৫ পিএম

নির্মাতা অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমাটাও অসম্ভব সুন্দর

আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’। মুক্তিকে সামনে রেখে চলছে সিনেমাটির প্রচারণা। আজ বিজয়া দশমীর দিনে ঢাকেশ্বরী মন্দিরে হাজির হয়েছিলেন সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা। সেখানে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য আহ্ববান জানান নির্মাতা ও অভিনেত্রী অরুণা বিশ্বাস।

 

 

সেখানে তিনি বলেন, ‘আজকের এই উৎসবের দিনে আপনাদের সঙ্গে আমার সিনেমার খবর শেয়ার করতে এসেছি। আমার প্রথম পরিচালিত সিনেমা আগামী ৩ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে। এটা পরিবারকে সঙ্গে নিয়ে দেখার মতো একটি ছবি। আমার বিশ্বাস, আপনারা অনেক দিন এ ধরনের ছবির জন্য অপেক্ষা করছেন।

 
এই ছবির গল্প কোনো তামিল, বলিউড, হলিউডের সিনেমার গল্প নয়। শুধু আমাদের দেশের গল্প। নাচে, গানে, আমাদের সংস্কৃতির ছোঁয়ায় নির্মিত হয়েছে এই ছবি। এটা একটা প্রেমের ছবি, বন্ধুত্বের ছবি, ভালোবাসার ছবি।
 
আশা করছি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে সঙ্গে থাকবেন।’

 

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।

অভিনেত্রী সোহানা সাবা
অভিনেত্রী সোহানা সাবা

উৎসবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, “খুব সাধারণ একটি গল্প ‘অসম্ভব’। পাশের বাড়ির পরিচিত একটি গল্প।

 
ছবিতে আমাদের ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আছে, কমার্শিয়াল গল্পের ধাঁচ আছে। আমার নির্মাতা অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমাটাও অসম্ভব সুন্দর।”

 

 অভিনেতা গাজী আব্দুন নূর
 অভিনেতা গাজী আব্দুন নূর। ছবি: কালের কণ্ঠ 

কলকাতায় ‘করুণাময়ী রাণি রাসমণি’ সিরিয়াল দিয়ে দর্শকের মন জয় করেছেন বাংলাদশি অভিনেতা গাজী আব্দুন নূর। ‘অসম্ভব’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি বলেন, ‘সিনেমাটি প্যানেলে বসে আমি দুইবার দেখেছি। দর্শক হিসেবে আমার মনে হয়েছে, সিনেমায় দর্শক একটু ব্যতিক্রমী ফ্লেভার পাবে।’

 অভিনেত্রী স্বাগতা
অভিনেত্রী স্বাগতা

‘অসম্ভব’ সিনেমায় পাঁচটি চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা। তিনি বলেন, ‘সিনেমাতে আমি অসম্ভব সুন্দর চরিত্রে অভিনয় করেছি। এতে আলাদা আলাদা পাঁচটি চরিত্রে অভিনয় করতে হয়েছে। যাত্রায় কাজ করি, এমন একজন শিল্পীর চরিত্রে অভিনয় করেছি। সেই সুবাদেই পাঁচ ধরনের চরিত্র করা।’

উল্লেখ্য, ২০২১ সালে মানিকগঞ্জে শুটিং হয়েছে সিনেমাটির। পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন অরুণা বিশ্বাস।