NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

আজ ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১০:৪৩ পিএম

আজ ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন

আজ ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন। চলচ্চিত্রে পা রাখার পর থেকে তার জন্মদিন ঘিরে থাকে পাঁচতারকা হোটেলে বিশাল আয়োজন। এবারই ব্যতিক্রম। কোথাও তেমন কোনো আয়োজন বা আনুষ্ঠানিকতা নেই।

 
পরীমনি বরাবরই বলেন, জন্মদিনের আয়োজন বা জন্মদিনটা তিনি উপভোগ করেন। এ কারণে সবার সঙ্গে ভাগ করে নিতে একটা বড় আয়োজন করে আসছেন বিগত কয়েকবছর ধরে। এবার আয়োজন না থাকার পেছনে বড় কারণ, তার নানা ভাই অসুস্থ। তাছাড়া পরীও কয়েকদিন আগে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন।
 
সব কিছু স্বাভাবিক হলে তিনি তার জন্মদিনের অনুষ্ঠান করবেন বলেও জানা গেছে।কিন্তু সেটি কোথায় ও কবে হবে এখনো জানা যায়নি। 
১৯৯২ সালের সাতক্ষীরায় আজকের দিনে জন্মগ্রহণ করেন পরীমনি। তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি।
 
 

 


বাংলা চলচ্চিত্রে পা রাখার পর থেকে সবসময় তাকে ঘিরে আলোচনা হয়েছে। হয়েছে সমালোচনা। ২০১৫ সালে তার প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তি পায়। তার প্রথম সিনেমা মুক্তির আগেই ৩০ টির বেশি সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন। এই চুক্তিবদ্ধ হওয়াই তাকে নিয়ে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 
নয় বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০ টি ছবিতে। এরমধ্যে অধিকাংশই মুক্তি পেয়েছে। তবে তিনি অভিনয় দিয়ে আলোচনায় আসেন গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমার মাধ্যমে।  একই পরিচালকের ‘গুনীন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমেও নতুন করে আলোচনা শুরু হয়। ওই সময় পরীমনি ও চলচ্চিত্রটির তারকা শরীফুল রাজের প্রেম হয়। সেই প্রেম দ্রুত সময়ে বিয়েতে গড়ায় এবং তাদের কোল জুড়ে আসে সন্তানও।
তবে বছর না পেরুতেই দুজনের বিচ্ছেদ এ বছরও। এই সম্পর্কের আগে সাংবাদিক তামিম হাসান, পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ের কথা শোনা যায়। এমনকি চলচ্চিত্রে আসার আগেও তার বিয়ের গুঞ্জন রয়েছে। 

 


নয় বছরের ক্যারিয়ারে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। এরমধ্যে আছে বাবিসাস অ্যাওয়ার্ড, সিজেএফবি, ট্রাবসহ বেশ কিছু পুরস্কার।
পরীমনি বিয়ে বা প্রেম দিয়েই আলোচনায় এসেছেন এমন নয়। ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করে। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ২০২১ তিনি মুক্তি পান।


তবে জীবনের সব ঝামেলা শেষে আবার নতুন করে অভিনয় শুরু করেছেন এ তারকা। পাশাপাশি নতুন নতুন সিনেমার কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন
এখন তিনি ‘ডোডোর গল্প’নামে একটি সিনেমায় শুটিং করছেন।  সিনেমার কাজ করছেন। সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।