পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের গল্পটা হয়ে যাচ্ছিল, এতো কাছে, তবু কত দূরে। জয়ের কাছে গিয়ে বারবার পরাজয়ই নিয়তি হয়ে গিয়েছিল আফগানিস্তানের। অবশেষে সেই গেরো খুলেছে। ওয়ানডেতে অষ্টম দেখায় গিয়ে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান।
খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ১১:২০ এএম
পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের গল্পটা হয়ে যাচ্ছিল, এতো কাছে, তবু কত দূরে। জয়ের কাছে গিয়ে বারবার পরাজয়ই নিয়তি হয়ে গিয়েছিল আফগানিস্তানের। অবশেষে সেই গেরো খুলেছে। ওয়ানডেতে অষ্টম দেখায় গিয়ে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান।
এই জয়কে আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় মুহূর্ত বলছেন মোহাম্মদ নবি। ম্যাচ শেষে আফগান অলরাউন্ডার বলেছেন, 'এটা পুরো আফগানিস্তানের জন্য বড় মুহূর্ত। আমরা তাদের বিপক্ষে আট ম্যাচ খেলেছি। অবশেষে বড় ইভেন্টে জিতলাম।
পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকেও হারিয়েছে আফগানিস্তান। এই মুহূর্তে আফগানরা দারুণ আত্মবিশ্বাসী জানিয়ে নবি বলেছেন, 'আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। এখন পাকিস্তান।