NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ইসরায়েলকে ঋষি সুনাক: ‘যুক্তরাজ্য পাশে আছে’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ পিএম

ইসরায়েলকে ঋষি সুনাক: ‘যুক্তরাজ্য পাশে আছে’

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলে পৌঁছেছেন আজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন পরই ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইসরায়েলে পৌঁছে তিনি ৭ অক্টোবর হামাসের ‘ভয়াবহ সন্ত্রাসী’ হামলার নিন্দা করেন এবং বলেছেন, যুক্তরাজ্য ইসরায়েলের পাশে আছে। 

সুনাক এমন সময় সেখানে গেলেন, যখন ইসরায়েল গত ২৪ ঘণ্টায় হামাসের অবকাঠামোগুলোকে লক্ষ্য করে গাজায় শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

 
তেল আবিবে পৌঁছে তিনি আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছি এবং আমি খুব আশা করছি এই বৈঠক ফলপ্রসূ হবে।’

 

 দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে তাঁর ইসরায়েল পৌঁছানোর কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ইসাক হারজগ এর সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

 

 

ডাউনিং স্ট্রিট এর তথ্য অনুযায়ী, হামাসের হামলার ফলে ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন সুনাক। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়েও আলোচনা করবেন। দুই দিনের সফরে তিনি আরো কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাত করবেন।