ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করছে আইন-শৃঙ্খলা বাহিনী। নতুন করে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই।’
বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।