ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শনিবার (১৪ অক্টোবর) ঢাকা শীর্ষে। আজ সকাল ৮টা ৫৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৬ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়েছে।
এ ছাড়া বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকাতে ইন্দোনেশিয়ার জাকার্তা ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আবার ১৬৬ স্কোর নিয়ে ভারতের মুম্বাই তৃতীয় স্থানে রয়েছে, ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা; আর কাতারের দোহা রয়েছে ১৬৩ স্কোর পঞ্চম স্থানে রয়েছে।