NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

গাজা দখল করলে ইসরায়েল ‘বড় ভুল’ করবে : বাইডেন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৪ এএম

গাজা দখল করলে ইসরায়েল ‘বড় ভুল’ করবে : বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় দখলদারিত্ব করা ইসরায়েলের জন্য একটি ‘বড় ভুল’ হবে। কিন্তু গত সপ্তাহের সন্ত্রাসী হামলার পর ইসরায়েলকে কিছু পদক্ষেপ নিতে হবে এবং হামাসের পিছু নিতে হবে। সিবিএস নিউজের প্রোগ্রাম ৬০ মিনিটস-এর স্কট পেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

গাজায় ‘সম্পূর্ণ অবরোধ’-এর বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন,  তিনি আত্মবিশ্বাসী যে ইসরায়েল যুদ্ধের নিয়মের মধ্যে থেকে কাজ করবে এবং গাজায় নিরপরাধদের জন্য ওষুধ, খাবার এবং পানির সরবরাহ থাকা উচিত।

 
সাক্ষাৎকারেটি সিবিএস নিউজ স্থানীয় সময় শুক্রবার নিয়েছিল এবং  রবিবার তা প্রচারিত হয়েছিল।

 

এই মুহুর্তে তিনি গাজায় ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করবেন কিনা জানতে চাইলে বাইডেন আরো সরাসরি উত্তর দেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটি একটি বড় ভুল হবে। দেখুন, গাজায় যা ঘটেছে আমার দৃষ্টিতে তা হলো হামাসের চরম ভুল।

 
যা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। এবং আমি মনে করি... ইসরায়েলের জন্য গাজা দখল করাটা ভুল হবে। আমরা...কিন্তু ভেতরে(গাজায়) যাচ্ছি কিন্তু চরমপন্থীদের বের করে নিয়ে আসছি,  উত্তরে হিজবুল্লাহ এবং দক্ষিণে হামাস। যা প্রয়োজনীয় প্রয়োজনীয়তা।
 
’ গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত বাইডেনের সবচেয়ে সর্বজনীন সতর্কবার্তা।

 

প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, তিনি গাজায় একটি মানবিক করিডোর চালু করাকে সমর্থন করেন। যা মানুষকে অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে বের হওয়ার সুযোগ দেবে, পাশাপাশি গাজায় খাদ্য ও পানিসহ মানবিক সহায়তা বিতরণের সুযোগ মিলবে।

যদিও বাইডেন বলেছেন,  তিনি বিশ্বাস করেন হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে এবং একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ থাকা দরকার। একটি ফিলিস্তিন রাষ্ট্র হওয়া দরকার।

 
এখন যুদ্ধবিরতি হওয়া উচিত কিনা জানতে চাইলে বাইডেন হামাসের বিরুদ্ধে আরো পদক্ষেপের জন্য সমর্থন জানান।