NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

বিবিসির সদর দপ্তরে কেন লাল রং স্প্রে করা হলো


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:০৮ এএম

বিবিসির সদর দপ্তরে কেন লাল রং স্প্রে করা হলো

ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্টরা ইসরায়েল ও গাজার যুদ্ধ নিয়ে ‘পক্ষপাতদুষ্ট’ প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে লন্ডনে বিবিসির সদর দপ্তরে লাল রং ছড়িয়ে দিয়েছে।

সাংবাদিক ভিক্টোরিয়া ডার্বিশায়ার শনিবার একটি ফুটেজ পোস্ট করেছেন, যেখানে সদর দপ্তরের সামনের অংশটিতে ঘূর্ণায়মান দরজা ও ডান দেয়ালে রক্ত-লাল রং দেখা যাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক প্যালেস্টাইন অ্যাকশন টুইটারে এ ঘটনার দায় স্বীকার করে বলেছে, তারা বিবিসির জন্য একটি বার্তা রেখে গেছে। গ্রুপটি টুইটে লিখেছে, ‘দখলদারদের মিথ্যা প্রচার করা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধের জন্য সমর্থন তৈরি করার অর্থ আপনার হাতে ফিলিস্তিনিদের রক্ত​রয়েছে।

 
#ShutBBCDown’

 

পরে তারা ভিন্ন এক টুইটে বলে, ‘প্যালেস্টাইন অ্যাকশন বিবিসিতে রক্ত-লাল রং দিয়ে স্প্রে করেছে, যা পক্ষপাতমূলক প্রতিবেদনের মাধ্যমে ইসরায়েলের ফিলিস্তিনি জনগণের গণহত্যায় সংশ্লিষ্টতার প্রতীক।’

টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলেছে, ভবন থেকে রং পরিষ্কার করার ব্যর্থ প্রচেষ্টা দেখা গেছে।

স্থানীয় সময় দুপুরে ভবনের সামনে ফিলিস্তিনপন্থী মিছিল শুরু হওয়ার আগে ভাঙচুরের ঘটনাও ঘটে। প্যালেস্টাইন অ্যাকশন নিজেদের ইসরায়েলি বর্ণবাদে ব্রিটিশ সংশ্লিষ্টতাকে ধ্বংস করতে সরাসরি পদক্ষেপ নেওয়ার নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করে।

 
গোষ্ঠীর সদস্যরা অতীতে অনুরূপ প্রতিবাদ করেছে, উল্লেখযোগ্যভাবে ইসরায়েলভিত্তিক প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কম্পানি এলবিট সিস্টেমের অফিস ও কারখানাগুলোতে লাল রং নিক্ষেপ করা হয়েছিল।

 

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ টেলিগ্রাফকে বলেছে, যখন তারা বিবিসির সদর দপ্তরে অপরাধমূলক ক্ষতি সম্পর্কে জানতে পেরেছে, তখন তাদের কোনো ধারণা ছিল না যে এটি কোনো প্রতিবাদগোষ্ঠীর সঙ্গে যুক্ত।