হামাসের হামলা, তারপর ইসরাইলের পালটা আঘাত। তাতে ফিলিস্তিন ও ইসরাইলে এখন বইছে রক্ত গঙ্গা। আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে যুদ্ধের। যা প্রভাব ফেলছে ফুটবলে।
খবর প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৫ এএম
হামাসের হামলা, তারপর ইসরাইলের পালটা আঘাত। তাতে ফিলিস্তিন ও ইসরাইলে এখন বইছে রক্ত গঙ্গা। আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে যুদ্ধের। যা প্রভাব ফেলছে ফুটবলে।
মালয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
চার দলের এই টুর্নামেন্টে আগামী শুক্রবার সেমিফাইনালে তাজিকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল ফিলিস্তিনের। তারা অংশ না নেওয়ায় ওয়াক ওভার পেয়ে সরাসরি ফাইনাল খেলবে তাজিকিস্তান।
আগামী নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ফিলিস্তিন। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের জয়ী দল। তাহলে কি ফিলিস্তিনের বিশ্বকাপ বাছাই খেলাও অনিশ্চিত হয়ে গেল!