NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

কড়া নিরাপত্তায় শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১২:২৮ পিএম

কড়া নিরাপত্তায় শাহরুখ খান

দীর্ঘ সাড়ে চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউড বাদশা। ফিরেই নিজের রাজত্ব পুনরুদ্ধার করেছেন তিনি। একই বছরে দিয়েছেন দুই দুটি ব্লকবাস্টার সিনেমা। এ বছর তার মুক্তিপ্রাপ্ত পাঠান ও জওয়ান দুটি সিনেমাই হাজার কোটির উপরে আয় করেছে যা ভারতীয় চলচ্চিত্রেই ইতিহাসে অনন্য এক রেকর্ড।

 
আর এমন সাফল্যে শাহরুখ ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি শত্রুরাও বসে নেই! মাথাচাড়া দিয়ে উঠতে পারে যেকোনো সময়। সেই আশঙ্কা থেকেই এই সুপারস্টারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার।

 

সম্প্রতি সালমান খানকে একের পর এক হত্যা হুমকি দেওয়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে তার। আশঙ্কা করা হচ্ছে, কিং খানের উপরও আসতে পারে মৃত্যুর হুমকি।

 
আর তাই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে অভিনেতাকে দেওয়া হল ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা। এক্ষেত্রে শাহরুখ সর্বদা তার দেহরক্ষী হিসেবে ছয় পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। ভারত-জুড়ে নিরাপত্তা দেওয়া হবে বলিউড বাদশাকে।
 

 

এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দাদের দাবি, পরপর দুটি হিট দেওয়ার পর শাহরুখের জীবনের হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভিআইপি নিরাপত্তার স্পেশ্যাল আইজিপি দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, আসন্ন এবং সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে অভিনেতা শাহরুখ খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তার এসকর্ট স্কেল প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইউনিট কমান্ডারদের অর্থপ্রধান করবেন অভিনেতা নিজেই। পরবর্তী উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ এবং পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

ভারতে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা যায় না, যে কারণে পুলিশি নিরাপত্তায় সেটি করতে হয়।

 
ওয়াই প্লাস ক্যাটাগরিতে শাহরুখ খানের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে থাকবে এমপি ফাইভ মেশিনগান, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং গ্লক পিস্তল। শাহরুখের বাসভবন মান্নাতেও পাহাড়া দেবে ৪ জন সশস্ত্র পুলিশ। তবে নিরাপত্তার এই খরচ বহন করতে হবে শাহরুখ খানকেই।

 

চলতি বছর পরপর দুটি ইন্ড্রাস্ট্রি হিট দেওয়ার পর ডিসেম্বরেই আসছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত আরেক চলচ্চিত্র ডানকি। প্রথমবারের মতোস গুণী পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করছেন শাহরুখ। তাই ভক্তরাও আশায় বুক বেঁধে রয়েছে ভালো কিছু পাবার। ২২ ডিসেম্বর মুক্তি পেতে পারে ডানকি।