NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বৃহত্তর কুমিল্লা সমিতি,যুক্তরাষ্ট্র ইন্কের বনভোজন-২০২২


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৪ এএম

বৃহত্তর কুমিল্লা সমিতি,যুক্তরাষ্ট্র ইন্কের বনভোজন-২০২২

 

নিউইয়র্ক : দিনভর আনন্দ উৎসব,খেলাধুলা,আড্ডা আর গল্পের মধ্য দিয়ে অনুস্ঠিত হল প্রবাসের অন্যতম  সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি,যুক্তরাষ্ট্র ইন্কের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ।গত ৩ জুলাই রবিবার  লং আইল্যান্ডের বেথ পেইজ স্টেট পার্কে বনভোজনের আয়োজন করা হয় ।এতে সব ভেদাভেদ ভূলে ঐক্যের জোয়ার প্রবাহিত হয় বৃহত্তর কুমিল্লাবাসীর মাঝে ।দেখা হয় পুরাতন বন্ধু বান্ধব আর পরিচিত হয় নতুনদের মাঝে ।সকালে বাস ছেড়ে য়ায বনভোজেনের উদ্দেশ্যে সাথে যোগ দেন আরো কয়েক শত প্রাইভেট কার ।মুহুর্তেই বৃহত্তর কুমিল্লা ( কুমিল্লা-চাঁদপুর-ব্রাক্ষ্মনবাড়িয়া )বাসীর মিলন মেলায় পরিনত হয় ।সেখানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি- সাধারন সম্পাদকসহ বনভোজনের আহবায়ক-সদস্য সচিব ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দগন ।

পার্কে পৌঁছানোর পর সমিতির সাধারন সম্পাদক - মো:জাহাঙীর আলম সরকার ও সদস্য সচিব বাছেদ ভুইয়ার পরিচালনায় বেলুন উরিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন উদ্ভোধক কাজী এনামুল হক ।এ সময় উপস্হিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও কার্যকরী কমিটির নেতৃবন্দ।এর পর শুরু হয় বিভিন্ন ইভেন্টে সাজানো শিশু-কিশের,মহিলা ও পুরুষদের পৃথক খেলাধুলা।এছাড়াও শেষ বিকেলে রাফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা পর্ব সমিতির সভাপতি ডা: মো: ইনামুল হক এম,ডি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।উপস্হি ছিলেন আহবায়ক বীর মুক্তিযাদ্ধা ফিরোজুল ইসলাম পাটোয়ারী,প্রধান অতিথি সরকার ইসলাম , গেস্ট অব অনার এটর্নী মঈন চৌধুরী,উদ্ভোধক কাজী এনামুল হক,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন,বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী,বৃহত্তর কুমিল্লা সমিতি সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল , প্রধান সমন্বয়কারী মো: ইউনুস সরকার,জাহাঙীর হোসেন ভুইয়া বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মো: শাহ জাহান সিরাজী বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার,সারওয়ার খান বাবু বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,আবুল কালাম ভুইয়া বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,মো:জাকির হোসেন মজুমদার ,সামসুদ্দিন শামিম ,রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফকরুল ইসলাম মাসুম ,কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার সভাপতি গোলাম মহিউদ্দিন,ব্রাক্ষ্মনবিড়িয়া সোসাইটি অব ইউ এস এ ইন্কের সভাপতি এইচ এম ইকবাল,কুমিল্লা সোসাইটি অব ইউ এস এ ইন্কের সভাপতি আবুল খায়ের আখন্দ ,বৃহত্তর দাউদকান্দি সোসাইটি ইউ এস এ ইন্কের সভাপতি মো:আবু মুসা ,প্রবাসী মতলব সমিতির সভাপতি মো: রবিউল আলম ,সাবেক সভাপতি কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার প্রফেসার মনির হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার মো:জামান তপন ,কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইন্কের নব নির্বাচিত সভাপতি কাজী আছাদ উল্যাহ, কুমিল্লা সোসাইটি ইউ এস এ ইন্কের প্রধান উপদেষ্টা আবুল বাসার মিলন,কুমিল্লা সোসাইটি ইউ এস ইন্কে সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ,রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির,রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুন মিয়াজী,রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো: মনির হোসেন ,কুমিল্লা সোসাইটি ইউ এস এ ইন্কের সাধারন সম্পাদক এইচ এম মিজানুর রহমান, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইন্কের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু,চৌদ্দগ্রাম সোসাইটি ইউ এস ইন্কের সাধারন সম্পাদক কামরুল হাসান ,হাসান মাহমুদ সোহেল,কবির হোসেন অভি,প্রবাসী মতলব সমিতির সাধারন সম্পাদক নাজির আহমেদ সোহেল, নুরে আলম বিপু,মো:আলমগীর হোসেন মোল্লা,মো:জামিল খান,বৃহত্তর দাউদকান্দি সোসাইটি নর্থ আমেরিকা ইন্কে সাধারন সম্পাদক মো:সালাউদ্দিন জাহীদ,মো:তারেকুল ইসলাম,মো:হেলাল উদ্দিন,মাহাবুব আলম,মো:মহসিন,মো:তাজুল ইসলাম,মো:কামাল উদ্দিন ,মো:আলী,প্রমুখ। বৃহত্তর কুমিল্লাবাসীর উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, সমিতিকে ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা।রাফেল ড্র ও অন্যান্য ইভেন্টে বিজয়ী ভাগ্যবানদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও সমিতির কর্মকর্তাবৃন্দগন।বনভোজনে ভোজন বিলাসীদের জন্য ছিল ব্রন্সের খলিল বিরেয়ানী রেস্টুরেন্টের সুস্বাদু খাবার।রাফেল ড্র পর্ব পরিচালনা করেন প্রধান সমন্বয়কারী ইউনুস সরকার ও মিয়া মোহাম্মদ দুলাল।সার্বিক তত্বাবধানে ছিলেন মো:এ সিদ্দিক পাটোয়ারী। সার্বিক সহযোগিতায় হাজী মো:ইসমাইল মিয়া,হাজী নুরুল ইসলাম,মো:নাঈমুল হক,ইকবাল খান,এল আর চুন্নু,মো:সোহেল গাজী,মো:আনোয়ারুল ইসলাম,মো:রহিম ভুইয়া।সবশেসে সমিতির সভাপতি ডা:মো:ইনামুল হক এম,ডি সাধারন সম্পাদক মো: জাহাঙীর আলম সরকার,আহবায়ক ফিরোজুল ইসলাম পাটোয়ারী,প্রধান সমন্বয়কারী ইউনুস সরকার ও বাছেদ ভুইয়া বনভোজনে স্বার্থক ও সফল করার জন্য আমন্ত্রিত অতিথি,সাংবাদিক গন,বনভোজনকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করে,রাফেল ড্র এর পুরস্কার দিয়ে ,বুদ্ধি পরামর্শ দিয়ে,বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িছেন তাদেরকে ধন্যবাদ জানান।সভাপতি বনভোজনের সমাপ্তি ঘোষনার পর,পড়ন্ত বিকেলে সকলে নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন।