শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই হোঁচট ইংল্যান্ডের। বিশ্বকাপের উদ্বোধনি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রীতিমত উড়ে গেছে জস বাটলারর দল। ৯ উইকেটের বড় হারে রান রেটেও প্রভাব পড়েছে। তবুও আস্থা হারাচ্ছেন না এউইন মরগান।
খবর প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম
শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই হোঁচট ইংল্যান্ডের। বিশ্বকাপের উদ্বোধনি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রীতিমত উড়ে গেছে জস বাটলারর দল। ৯ উইকেটের বড় হারে রান রেটেও প্রভাব পড়েছে। তবুও আস্থা হারাচ্ছেন না এউইন মরগান।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান বলেন, ‘আমি ইংল্যান্ডকে পরামর্শ দিয়েছি এই টুর্নামেন্ট জেতার জন্য নিজেদের গড়ে তুলতে। এখনো তাদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স আমাকে উদ্বিগ্ন করেনি, আমার বিশ্বাস আছে ছেলেরা এই শিরোপা জিততে পারে।
১০ দলের বিশ্বকাপে লিগ পর্বে প্রত্যকে প্রত্যেকের বিপক্ষে লড়বে। মূলত এমন ফরম্যাটের জন্যই ভরসা পাচ্ছেন মরগান, ‘এই ফরম্যাটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি বাজে দিন টুর্নামেন্ট নষ্ট করে দেয় না। আমি এখনো বিশ্বাস করি তারা বিশ্বকাপ জিততে পারে।’
এদিকে গত কয়েক বছরে আক্রমণাত্মক ক্রিকেট খেলে টেস্টের ধারা বদলে দিয়েছে ইংল্যান্ড।