NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১২ পিএম

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল

মাংসপেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে মাঠে নামা হয়নি লিওনেল মেসির। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সে সম্পর্কেও স্পষ্ট কিছু জানায়নি মেজর লিগ সকারের ক্লাবটি। তবে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। 

১২ অক্টোবর ঘরের মাঠে প্যারাগুয়ে এবং এর পাঁচ দিন পর পেরুর বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

 
এই দুই ম্যাচের জন্য ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ আনহেল দি মারিয়ার।

 

গত মাসে লাতিন আমেরিকার বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে পায়ে ব্যাথা নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। এরপর বলিভিয়ার বিপক্ষে ছিলেন মাঠের বাইরে।

 
মায়ামির হয়ে পরের ম্যাচে মাঠে নামলেও ৩৭ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগেই মেসি ফিট হয়ে উঠেবন এমনটাই আশা করছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

 

আর্জেন্টিনা দল
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস, ফ্রাংকো আরমানি, ওয়াল্টার বেনিতেজ ও হুয়াব মুসসো।

 

 

রক্ষণ : হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, জার্মাব পেজ্জেল্লা, ক্রিস্তিয়ান রোমেরো, লুকাস মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, মার্কো পেল্লেগ্রিনো, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও লুকাস ইস্কুয়েভেল।

মধ্যমাঠ : লেয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, ইনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিও, কার্লোস আলকারাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা ও ব্রুনো জাপেল্লি।

আক্রমণ : পাউলো দিবালা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেস, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেল্ট্রান, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস ও লুকাস ওকাম্পোস।