মাঝে আর এক দিন। এর পরই পর্দা উঠছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনাও আগে থেকেই ঠিক হয়ে আছে। কে কী পারফরম করবেন, অনুষ্ঠানে কী থাকছে।
খবর প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম
মাঝে আর এক দিন। এর পরই পর্দা উঠছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনাও আগে থেকেই ঠিক হয়ে আছে। কে কী পারফরম করবেন, অনুষ্ঠানে কী থাকছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে রেখেছিল। কিন্তু গতকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে। ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বাতিল হয়ে যেতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
প্রথম ম্যাচের এক দিন আগে অর্থাৎ আগামীকাল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা।
উদ্বোধনী অনুষ্ঠানের দিনই হবে ‘ক্যাপ্টেনস ডে’। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে হয় ক্যাপ্টেনস ডে।