চ্যাম্পিয়নস লিগে টানা দুই হারের তিক্ত স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। গালাতাসারাইয়ের কাছে হেরেছে ৩-২ গোলে। হেরেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ফ্রেঞ্চ ক্লাব লেঁসের বিপক্ষে গানারদের হার ২-১ গোলে।
খবর প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম
চ্যাম্পিয়নস লিগে টানা দুই হারের তিক্ত স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। গালাতাসারাইয়ের কাছে হেরেছে ৩-২ গোলে। হেরেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ফ্রেঞ্চ ক্লাব লেঁসের বিপক্ষে গানারদের হার ২-১ গোলে।
ওল্ড ট্রাফোর্ডে বলের দখল আক্রমণে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডই। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত হারতে হয়েছে।
আগের ম্যাচেই বড় ব্যবধানে জেতা আর্সেনাল দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে। লেঁসের কাছে হেরেছে ২-১ গোলে।
এদিকে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। স্বাগতিকদের এগিয়ে নেন লুকাস লেরাগার। তবে ৬৭ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান জামাল মুসিয়ালা। আর ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যাথিস টেল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে বায়ার্ন। বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সেভিয়া।