ছেলেদের ক্রিকেট দলের সোনা জয় বাদ দিলে এশিয়ান গেমসে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিন ছেলেদের কাবাডি। তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ তাদের। এবার তেমন বড় লক্ষ্য নিয়ে না গেলেও এশিয়ান গেমসের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল।
আজ সোমবার সকালে নিজেদের প্রথম ম্যাচে ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে জাপানকে ৮টি লোনাসহ ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে।