NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

মাইকেল গ্যাম্বনের মৃত্যুতে শোকাহত রেডক্লিফ-রাউলিং


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১০ পিএম

মাইকেল গ্যাম্বনের মৃত্যুতে শোকাহত রেডক্লিফ-রাউলিং

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘হ্যারি পটার’র জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যাম্বন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। বই হোক কি বড় পর্দা, ‘হ্যারি পটার’ বিশ্বজুড়ে একটা ফেনোমেলা।

 
আর হ্যারি পটারের এই জনপ্রিয় চরিত্রাভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাউলিং ও হ্যারি পটার খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ।

 

স্যার মাইকেল গ্যাম্বনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জে.কে. রাউলিং। গ্যামবনের মৃত্যু সংবাদের প্রতিক্রিয়া জানিয়ে পুরস্কার বিজয়ী লেখিকা বৃহস্পতিবার এক্সে (টুইটার) লিখেছেন, ‘একজন অসামান্য অভিনেতা গ্যাম্বন যিনি সমানভাবে বিস্ময়কর মানুষ ছিলেন। আমার গভীর সমবেদনা গ্যাম্বনের পরিবার এবং যারা তাকে ভালোবাসে তাদের প্রত্যেকের প্রতি।

 

 

1

এদিকে গ্যাম্বনের মৃত্যুতে শোক জানিয়েছেন হ্যারি পটার খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। ভ্যারাইটিকে দেওয়া একটি বিবৃতিতে র‌্যাডক্লিফ বলেন, ‘মাইকেল গ্যাম্বন ছিলেন সবচেয়ে উজ্জ্বল প্রতিভা। তিনি সেই দুর্দান্ত অভিনেতাদের একজন যার সাথে কাজ করার সুযোগ আমি পেয়েছি। তার অসীম প্রতিভার মাঝে আমি তার সম্পর্কে সবচেয়ে বেশি মনে রাখব যে তিনি নিজের কাজটি কতটা মজা করে করেছিলেন।

 
তিনি তার কাজ পছন্দ করতেন।’

 

রিচার্ড হ্যারিসের মৃত্যুর পর প্রফেসর ডাম্বলডোরের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মাইকেল গ্যাম্বন। তারপর সাফল্যের সঙ্গে সেই ভূমিকা পালন করেছেন বছরের পর বছর। হ্যারি-হারমাইনি এবং রনের পাশাপাশি জে.কে রাউলিং-এর উপন্যাসের সবচেয়ে চর্চিত দুই চরিত্র হল ‘প্রফেসর স্নেইপ’ এবং ‘অ্যালবাস ডাম্বলডোর।’

দীর্ঘ পাঁচ দশকের ফিল্মি ক্যারিয়ারে অজস্র চরিত্রে অভিনয় করেছেন মাইকেল গ্যাম্বন।

 
 তবে হ্যারির রক্ষাকর্তা ডাম্বেলডোর হিসাবেই দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাকে। হ্যারি পটারের লেগাসি যত দিন থাকবে ততদিন দর্শক হৃদয়ে ‘ডাম্বেলডোর’ হিসাবে উজ্জ্বল থাকবে মাইকেল গ্যাম্বনের নাম।