ফিরেছেন টাইগার। নতুন গল্পে, আরো দুর্ধর্ষ অ্যাকশন অবতারে। প্রকাশ হলো সালমান খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর ফার্স্ট লুক টিজার।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ‘টাইগার ৩’-এর নির্মাতারা সিনেমাটির ফার্স্ট লুক টিজার উন্মোচন করেছেন।
খবর প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:১৩ পিএম
ফিরেছেন টাইগার। নতুন গল্পে, আরো দুর্ধর্ষ অ্যাকশন অবতারে। প্রকাশ হলো সালমান খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর ফার্স্ট লুক টিজার।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ‘টাইগার ৩’-এর নির্মাতারা সিনেমাটির ফার্স্ট লুক টিজার উন্মোচন করেছেন।
টিজারে দেখা গেছে, এবার নিজের পরিচয় খুঁজছেন টাইগার। তিনি দেশদ্রোহী নাকি দেশভক্ত, সেই প্রশ্নই করেছেন দেশবাসীর কাছে।
সালমান খানের ‘টাইগার’ দিয়েই মুলত যশ রাজ স্পাই ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির শুরু হয়। এরপর টাইগার জিন্দা হ্যায় (২০১৭), যুদ্ধ (২০১৯), এবং পাঠান (২০২৩) মুক্তি পায়।
প্রথম টিজারটি প্রকাশ হওয়ামাত্র ঝড় তুলেছে ইন্টারনেটে। ভক্ত অনুরাগীদের মতে, দীর্ঘ সময় ধরে টাইগারকে নতুন রুপে দেখার অপেক্ষায় তারা।