NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

অশ্বিনের ‘নতুন অস্ত্র’ দেখে বিশ্বকাপ দলে নেওয়ার দাবি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

অশ্বিনের ‘নতুন অস্ত্র’ দেখে বিশ্বকাপ দলে নেওয়ার দাবি

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ হয়নি ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের দল ঘোষণার পর থেকেই দেশটির ক্রিকেটাঙ্গনে অশ্বিনকে বিশ্বকাপে খেলানোর দাবি উঠছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে সেই দাবি আরও জোরালো করেছেন অশ্বিন। অশ্বিনের ক্যারাম বলটাই এতদিন ছিল তার বড় অস্ত্র।

 
কিন্তু গত রবিবারে ম্যাচে তাকে রিভার্স ক্যারাম বল করতে দেখা যায়! এটাই কি অশ্বিনের নতুন অস্ত্র?

 

সোমবার মার্নাস লাবুশেনকে অশ্বিন যে বলে বোল্ড করলেন, সেই বলটি অস্ট্রেলিয়ার ব্যাটার জীবনে কখনও খেলেছেন কি না সন্দেহ। আউট হওয়ার পর অবাক হয়ে তিনি অশ্বিনকে দেখছিলেন! ডাগআউটে বসে থাকা ওয়াশিংটন সুন্দরও হতবাক হয়ে যান। তিনি মাঠের ঘটনা আবার দেখার জন্য টিভির দিকে নজর দেন। ক্যামেরায় অশ্বিনের গ্রিপ দেখে বোঝা যায়, তিনি রিভার্স ক্যারাম বল করেছেন।

 
 গত দু’বছর ধরে এই বিশেষ বল করার ধরন অনুশীলন করছেন অশ্বিন।

 

এর আগে তার ক্যারাম বলটি ডানহাতি ব্যাটারদের বাইরের দিকে যেত। কিন্তু ডানহাতি ব্যাটারেরা কৌশলটা বুঝে ফেলায় শুধু বাঁহাতি ব্যাটাররা অশ্বিনকে খেলতে ঝামেলায় পড়তেন। দ্বিতীয় ওয়ানডেতে তো বাঁহাতি ডেভিড ওয়ার্নার অশ্বিনকে সামলাতে ডানহাতে ব্যাটিং শুরু করেছিলেন।

 
কিন্তু তিনি জানতেন না, অশ্বিন নতুন অস্ত্রে শান দিয়েছেন। যে বল আগে ডানহাতি ব্যাটারদের বাইরের দিকে যেত, একই জায়গায় বল ফেলে তিনি সেই বল সোজা রাখছেন!

 

এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন অক্ষর প্যাটেল। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেও তিনি খেলতে পারবেন না।এমন অবস্থায় অশ্বিন বিশ্বকাপ দলে ঢুকতে পারেন বলে মনে করছেন অনেকে। ভারতের বিশ্বকাপ দলে এমনিতেই তিনজন বাঁহাতি স্পিনার আছেন- কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।

 
 ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন করা যাবে। তাই একই ধরনের তিন জন স্পিনারের বদলে অশ্বিনকে নেওয়ার দাবি উঠতে শুরু করেছে।