খবর প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৪, ০৩:২৩ এএম
ঢাকা: কুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ জিনাত বরকতুল্লাহ। মার্চে গুরুতর অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণের কারণে তাকে সে সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
উল্লেখ্য, জিনাত বরকতুল্লাহ চার বছর বয়সে নৃত্যশিল্পী গাজী আলিমুদ্দিন মান্নানের কাছে নৃত্য শেখা শুরু করেন। এছাড়াও বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্যশিক্ষা লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে জিনাত বরকতুল্লাহ যোগ দেন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস একাডেমিতে। পরে তিনি শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রোডাকশন বিভাগের পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে তিনি ২৭ বছর কর্মরত ছিলেন।
১৯৮০ সালে জিনাত বরকতুল্লাহ বিটিভির নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন। এরপর তিনি ‘অস্থায়ী নিবাস’, ‘ঘরে বাইরে’, ‘কথা বলা ময়না’, ‘বড় বাড়ি’, সহ অনেক টেলিশিন নাটকে অভিনয় করেন। জিনাত বরকতুল্লাহকে নৃত্যশিল্পে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার।