NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

এবার টানা কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৬ এএম

এবার টানা কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ

ঢাকা: রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় সাতটি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের সজাগ থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। 

মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  

 

যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে উত্তরায় ও দক্ষিণের উদ্যোগে যাত্রাবাড়িতে সমাবেশ। ২৬ সেপ্টেম্বর দক্ষিণের উদ্যোগে হবে কেরানীগঞ্জে সমাবেশ।

২৭ সেপ্টেম্বর টঙ্গিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সমাবেশ। ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে মিরপুরের কাফরুলে।

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে একই দিনে ঈদে মিলাদুন্নবী দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বাদ আসর। একই সময়ে সারা দেশে এই কর্মসূচি পালিত হবে।  

২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ও সারা দেশে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।  

এছাড়া ৩০ সেপ্টেম্বর কৃষক হত্যা স্মরণে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে কৃষক সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ।  

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার বিএনপি ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে।