NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

জি-২০ জোটে স্থায়ী সদস্য হিসেবে যোগ দিল আফ্রিকান ইউনিয়ন


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০৭:৩১ এএম

জি-২০ জোটে স্থায়ী সদস্য হিসেবে যোগ দিল আফ্রিকান ইউনিয়ন

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এ স্থায়ী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। যা আগামীকাল রোববার শেষ হবে।

সম্মেলনের শুরুতে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যের আসন গ্রহণের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোটটিতে যোগ দিয়েছে আফ্রিকার দেশগুলোর শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন।

মোদি তার আমন্ত্রণে বলেন, ‘সবার সম্মতিক্রমে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ জোটের স্থায়ী সদস্যের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

আঞ্চলিক জোটগুলোর মধ্যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন জি-২০ জোটের সদস্য ছিল। এখন আরেক আঞ্চলিক জোট এই বৈশ্বিক জোটে যোগ দিল। এর আগে ৫৫ দেশের জোট এইউ ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা’ হিসেবে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিল।

এদিকে জি-২০ জোটে আফ্রিকান ইউনিয়নের যোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটে যুক্ত করতে গত কয়েক মাস ধরেই চেষ্টা করে আসছিল ভারত। তাদের এ প্রচেষ্টায় সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও জাপান।

২০২২ সালে আফ্রিকান ইউনিয়নের তৎকালীন সভাপতি ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি শেল জি-২০ জোট যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এইউ জি-২০ জোটে যোগ দেওয়ার মাধ্যমে বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর অবস্থান আরও শক্ত হলো। এখন এসব দেশ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারবে এবং কাজ করতে পারবে।