খবর প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৩ পিএম
ঢাকা: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে এ বছর মোট ১৩ জন হজযাত্রীর মৃত্যু হলো।
বুধবার (৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আব্দুল মোত্তালিব (৫৮) নামে নওগাঁ জেলার ওই হজযাত্রী মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর BT0686710।
এখন পর্যন্ত মারা যাওয়া ১৩ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন, মদিনায় ২ জন।