ঢাকা: সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা খাবার নিয়ে মারামারিতে জড়ান।
বুধবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে শোক দিবসের আলোচনাসভা ও মিলাদ মাহফিল শেষ হয়। এরপর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে খাবার বিতরণ শুরু হয়। এক পর্যায়ে খাবার নিয়ে ব্যাপক কাড়াকাড়ি শুরু করেন সমিতির সদস্যরা।
এ সময় খাবার নিতে সমবায় সমিতির অফিসে ঢুকলে বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক দিদারুল আলমকে লক্ষ্য করে কেউ একজন বোতল ছুঁড়ে মারেন। এতে দিদারুল আলমের মাথা পেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দিদারুল ছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
অনেক সদস্য খাবার পায়নি বলেও জানা গেছে।