NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে যাত্রীদের ভোগান্তি


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৪ এএম

যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে যাত্রীদের ভোগান্তি

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়েছেন বিমান পরিষেবার যাত্রীরা। 

দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে বাতিল হচ্ছে ফ্লাইটও । ফলে ভোগান্তিতে পড়েছেন বিমানযাত্রীরা।

ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস প্লেনের অবতরণের সংখ্যা সীমিত করার পর অনেক যাত্রী যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের বাইরে আটকে পড়েছেন।

 

এয়ারলাইনস ও বিমানবন্দরগুলো বলেছে, কয়েক ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করার পরও ব্যাপক ফ্লাইট বিলম্ব রয়ে গেছে।

এক যাত্রী জানান, তার বিকালের ফ্লাইট মধ্যরাতের পর ছাড়বে বলেও আশা করা যাচ্ছে না।

সতর্কবার্তায় ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, এরকম শিডিউল বিপর্যয় আরও কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।  

সোমবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটেছে। তাই মঙ্গলবার ভ্রমণকারীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত। সূত্র: বিবিসি