NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম মেলায় মানুষের ঢল


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম

নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম মেলায় মানুষের ঢল

নিউইয়র্ক: নিউইয়র্কে লং আইল্যান্ড বাংলাদেশি সোসাইটি আয়োজিত মেলায় মানুষের ঢল নেমেছিল। ১৯ আগষ্ট লং আইল্যান্ডের বেবিলন টাইন হলে বাংলাদেশিদের প্রথম মেলা অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করে মেলায় সবার প্রসংশা কুড়িয়েছেন বেবি নাজনীন, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও বিন্দু কনা।এই মেলার কনভেনর ছিলেন গিয়াস আহমেদ ও কো কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন আসেফ বারী টুটুল। সদস্য সচিব হিসেবে কাজ করেন রিয়াজ মাহমুদ। চীফ কো অর্ডিনেটর ছিলেন গোলাম ফারুক শাহিন। কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন ইসতিয়াক রুমি, শাহাদত হোসেন রাজু ও মহিউদ্দীন আহমেদ বাপ্পী। মেলায় উপস্থাপনায় ছিলেন আশরাফুল আহসান বুলবুল, ইভা ও নিম্মী।
মেলায় বেশ কয়েকজন মূলধারার রাজনীতিক বক্তৃতা করেন। তারা হলেন বেবিলন টাউন হলের সুপারভাইজার রিচ শেফার্ড,স্টেট সিনেটর মনিকা মেন্ডারেস, সাফোক কাউন্টির ইলেকশন কমিশনার কেভিন মারফি ও এসেম্লিম্যান জিন প্যারিস। মেলা উপলক্ষ্যে একটি মেগাজিনও বের করা হয়।ম্যাগাজিনের সম্পাদক ছিলেন গোলাম ফারুক শাহিন।