খবর প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৪ এএম
নিউইয়র্ক: নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের ফ্যামিলি নাইট। ২০ আগস্ট রোববার কুইন্সে উডসাইডের গুলশান ট্যারেসে এই আয়োজনে সম্মাননা প্রদানসহ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সংগঠনটির সদস্যরা স্বপরিবারে অংশ নেয় এ মিলনমেলায়।
আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি গ্যারী মিরেট। বক্তব্য রাখেন উপদেস্টা এটর্নী মঈন চৌধুরী, উপদেস্টা ও সাবেক সভাপতি এডভোকেট কাজী শামসুদ্দোহা, উপদেস্টা এডভোকেট এম মতিউর রহমান, সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান (১), এডভোকেট মুজিবুর রহমান (২), এডভোকেট আব্দুল ওয়াহিদ, এড. নিলুফার ইয়াসমীন, আবুল কালাম আজাদ, ব্যারিস্টার মিজানুর আর চৌধুরী ও আহবায়ক এড. সাইদুর রহমান।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন এড. মাওলানা আশিক আহমদ খান।
অনুষ্ঠানে প্রবাসবন্ধু উপাধিতে ভূষিত হওয়ায় এটর্নী মঈন চৌধুরীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। বাংলাদেশ ল’ সোসাইটির আজীবন সদস্যদের সনদ প্রদান করা হয়। সহযোগীতায় ছিলেন আহবায়ক এড. সাইদুর রহমান ও এড. সোনিয়া সোনিয়া।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে স্বর্ণের চেইনসহ ১৩টি আকর্ষণীয় পুরস্কার ছিল।
সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও রোকসানা মির্জা। আবৃত্তি করেন এড. কামরুজ্জামান বাবু ও এড. সাইয়েদ জুনেল।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে ল’ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি এডভোকেট মো: নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন।