খবর প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩১ এএম
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি ক্রিকেটার হাসান আলীর পাশে দাঁড়ালেন দলের টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়ক শাদাব খান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসানের ভাষা নিয়ে ট্রলের পাল্টা জবাব দিয়েছেন শাদাব খান। তিনি উদাহরণ টেনেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির।
টুইটারে নিজের কয়েকটি ছবি দিয়েছিলেন শাদাব খান। ক্যাপশনে লেখা, ‘‘মডেল হিসেবে কি আরও উন্নতি করেছি? সতীর্থদের কাছ থেকে শিখছি।’
এই টুইটে মন্তব্য করেন হাসান আলী। ইংরেজি হরফে কিন্তু হিন্দি উচ্চারণে তিনি লেখেন, ‘আমার বন্ধুর ছবি দেখে খুব আনন্দ হচ্ছে। মাশআল্লাহ কারও নজর যেন না লাগে।’
হাসান আলীর এই হিন্দিতে মন্তব্য নিয়ে শুরু হয় ট্রল। অনেকে মজা করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত নিজেদের ক্রিকেটারদের শিক্ষিত করা। কারণ তারা আন্তর্জাতিক স্তরে খেলছেন। তাই তাদের অন্তত ইংরেজিতে কথা বলা উচিত।
এই মস্করার পরে হাসান আলীর হয়ে মুখ খোলেন শাদাব খান। টুইটারে তিনি লেখেন, ‘‘মেসি ইংরেজিতে কথা না বললে চলবে। বিদেশি ক্রিকেটারেরা অদ্ভুত ইংরেজিতে কথা বললে চলবে। কিন্তু আমরা নিজেদের ভাষায় কথা বলতে পারব না। আমরা অভিনয় করতে পারি না। নিজেদের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি। আমরা অন্যদের খুশিতেও খুশি থাকি।’