খবর প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৩ এএম
স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ফুটবলের ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবালেস এবার ক্ষমা চেয়েছেন। স্পেনের নারী ফুটবল দল বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় ফুটবলার জেনি হেরমোসোকে জড়িয়ে ধরে চুমু খান লুইস।
এই ঘটনার পর ইন্সটাগ্রাম পোস্টে ওই নারী ফুটবলার লেখেন, আমি এটা পছন্দ করি না।
এই ঘটনা নানা মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। সোমবার এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘আমি পুরোপুরি ভুল করেছি, আমি এটা স্বীকার করছি।’
তিনি আরো বলেন, ‘এটা ছিল মুহূর্তের উত্তেজনা, এর পেছনে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। ওই মুহূর্তে এটা স্বাভাবিক মনে হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘আমি ক্ষমা প্রার্থণা করছি এবং এটা থেকে শিক্ষা নিচ্ছি। আর বুঝতে পেরেছি যখন আপনি প্রেসিডেন্ট তখন আপনাকে আরো সতর্ক থাকতে হবে।’
সূত্র: বিবিসি