NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটে পরিবর্তন বাংলাদেশ এয়ারলাইন্স মহাসড়ক ব্লকেড নয়, জেলায় জেলায় স্বতঃস্ফূর্ত জমায়েত করুন: হাসনাত জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা আর্টিস্টরা অনেক স্বার্থপর: জয়া আহসান নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ
Logo
logo

সাঈদীর মৃত্যুতে রাজনৈতিক দলের শোক : মুক্তিযুদ্ধ ’৭১ ও সেক্টর কমান্ডারস্ ফোরামের নিন্দা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৭ পিএম

সাঈদীর মৃত্যুতে রাজনৈতিক দলের শোক : মুক্তিযুদ্ধ ’৭১ ও সেক্টর কমান্ডারস্ ফোরামের নিন্দা

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বিএনপিসহ সমমনা দলগুলোর শোক বিবৃতি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম এবং মুক্তিযুদ্ধ ‘৭১। 

রবিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠন দুটি।

এর আগে ১৪ আগস্ট যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিবৃতির মাধ্যমে রাজনৈতিক দলগুলো সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগে সৃষ্ট বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৗমত্বের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে বলে মনে করে সেক্টর কমান্ডারস্ ফোরাম এবং মুক্তিযুদ্ধ ’৭১।

ঐতিহাসিক যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, আরো দুর্ভাগ্যজনক যে কতিপয় বিদেশি মানবাধিকার সংস্থা এই মিথ্যাচার রচনায় বিশেষ ভূমিকা রাখছে। এমনকি তারা বীর মুক্তিযোদ্ধাদের বিচারের সম্মুখীন করার মতো চরম ঔদ্ধত্যপূর্ণ কথা উচ্চারণ করছে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ। 

যুদ্ধাপরাধীদের পক্ষে শোক জানিয়ে বিবৃতি প্রদানের জন্য তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ স্বাধীনতাবিরোধীগোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

একই সঙ্গে প্রতিবাদ জানাচ্ছে সেই সব দেশীয় পৃষ্ঠপোষকদের যারা রাজনীতির নামে স্বাধীন দেশের নাগরিক হয়েও গণহত্যা ও গণ নারীনিগৃহের মতো ঘৃণ্য অপরাধে দণ্ডিতদের সমর্থন জানানোর কদর্য মানসিকতা প্রদর্শন করতে বিন্দুমাত্র লজ্জাবোধ করেন না।