খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ০২:০১ এএম
যুক্তরাষ্ট্রের হিউস্টনে বসবাসরত শিল্পী রূপা ঘোষের রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম 'কবি প্রণাম' প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরাঙ্গন মিউজিক স্কুলের পরিচালনায় স্থানীয় মহারাজা ব্যাঙ্কোয়েট হলে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
এই সংগীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন দুই বাংলার প্রবাসী বাঙালিরা।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন শিল্পীর স্বামী ড. প্রদীপ ঘোষ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল অ্যালবামের আনুষ্ঠানিক উন্মোচন।
অ্যালবামটির উদ্বোধন করেন বিশিষ্ট তবলা বাদক রাজা বাঙ্গা এবং বেহালা বাদক বিপ্লব সমাদ্দার। সুরাঙ্গন মিউজিক-এর ব্যবস্থাপনায় কবিগুরুর বিভিন্ন পর্যায়ের দশটি গান নিয়ে এই অ্যালবামটি তৈরি করা হয়।